সরাইল উপজেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবির মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। তবে এসব অভিযানে কাউকে আটক করতে পারেনি বিজিবি।
সোমবার (০৬ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় ২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের বিভিন্ন বিওপির সদস্যদের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও স্কফসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন।
বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর থেকে দুপুর ১২ টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এবং আখাউড়া উপজেলার সীমান্তবর্তী চাঁনপুর, সেজামোড়া, হীরাপুর, বিষ্ণপুর, নোয়াবাদী, ইকরতলী, আলীনগর, কল্যাণপুর, রাজাপুর, কাশিনগর, ভাগলপুর, আনোয়ারপুর এবং আজমপুর নামক স্থান হতে পৃথক পৃথক অভিযানে ৩,৫৯৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২৫ বোতল ফেন্সিডিল, ৫৮ কেজি গাঁজা, ৯৩৪ বোতল ইস্কফ সিরাপ, ০৬ বোতল বিয়ার ক্যান এবং হুইস্কি-০৭ বোতল আটক করেন।আটককৃত মাদ্রকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ বিজিবি সরাইল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল সৈয়দ আরমান আরিফ জানান,অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতা অব্যাহত থাকায় ইতিপূর্বেও বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল আটক করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। উল্লেখ্য যে, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে সরকার ঘোষিত শূন্য সহনশীলতা (Zero Tolerance) নীতি অনুস্মরণ পূর্বক আভিযানক কার্যক্রম অব্যাহত রাখবে। সীমান্ত এলাকা দিয়ে কোনরকম মাদক যেন দেশে না ঢুকতে পারে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply