স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মধ্যপাড়াস্থ ব্রাদার্স ক্লাবের উদ্যোগে সোনালী অতীতের তারকা ফুটবলারদের মিলন মেলা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এই ক্লাবটির উদ্যোগে অতীতের তারকা ফুটবলারদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গত শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে ব্যতিক্রমী এই আয়োজন করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন।
সাবেক ছাত্রনেতা, আবৃত্তিকার ও এশিয়ান টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়াস্থ স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
স্টেডিয়ামে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ ও জাতীয় দলের সাবেক ফুটবলার ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান সাইফুর রহমান মনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু।
স্টেডিয়ামে আয়োজিত লাল দল ও সবুজ দলের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে বিজয়ী লাল দলকে পুরস্কৃত করা হয়। খেলা শেষে প্রাক্তন খেলোয়াড়দেরকে সংবর্ধনা দেয়া হয়। পরে অতিথিরা ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের আজীবন সদস্য পাঁচজনকে পরিচয় পত্র তুলে দেন। আজীবন সদস্যরা হলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান কানন, ব্রাদার্স ক্লাবের এক সময়কার সভাপতি তাপস পাল।
পুরস্কার বিতরণ শেষে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply