ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সমবায়ীদের মাঝে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা সমবায় কার্যালয় এ কর্মশালার আয়োজন করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যৌতুক,বাল্যবিয়ে,ছাত্রীদের উত্যক্ত করার বিষয়ে অভিভাবকদের করণীয় সম্পর্কে আলোচনা করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন।
কর্মশালায় পুকুরে আধুনিক মৎস্য চাষ,নদীতে মাছ আহরণের ক্ষেত্রে মৎস্য সংরক্ষণের প্রয়োজনীয়তা,চায়না রিং জাল ব্যবহারের অপকারিতা নিয়ে আলোচনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মকসুদ হোসেন,সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমাজে আইনশৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব,মাদকমুক্ত সমাজ বিনির্মাণ সম্পর্কে বিশেষ আলোচনা করেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম হোসেন। এসময় বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।
Leave a Reply