স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে একটি র্যালী বের হয়ে ঢাকা সিলেট মহাসড়কের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দিয়ে সড়ক প্রদক্ষিণ শেষে ফের পলিটেকনিক ইনস্টিটিউট এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রঞ্জন কুমার ঘোষ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, বিভাগীয় প্রধান মোঃ মনিরুল হক, চীফ ইন্সট্রাক্টর মোহাম্মদ সাজেদুল ইসলাম প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply