সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত মাদক ও ইলেকট্রনিক সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ছেলে মেয়েরা মেধা কার্যক্রম থেকে সরে গিয়েছে: খালেদ হোসেন মাহবুব শ্যামল ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি ওস্তাদ আশীষ খাঁ মারা গেছেন আবারও কমলো স্বর্ণের দাম আসছে তীব্র শীত, কমছে তাপমাত্রা সরাইলে বিএনপির অঙ্গ সংগঠনের আনন্দ মিছিল শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার রেল যাতায়াত, যানজট ও লোডশেডিং সমস্যা সমাধানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় নাগরিক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত কক্সবাজারে লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সেনাবাহিনীর অভিযানে ৬ জন আটক
ওমানে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধা নিহত। অর্থাভাবে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে শংকায় পরিবার

ওমানে সড়ক দুর্ঘটনায় কমলগঞ্জের এক রেমিট্যান্স যোদ্ধা নিহত। অর্থাভাবে লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে শংকায় পরিবার

শাব্বির এলাহী কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
ওমানে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেন(৩৪) নামে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক রেমিট্যান্স যোদ্ধার নির্মম মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ আগষ্ট) আদমপুর ইউনিয়নের আধকানী গ্রামে বেলাল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সুদূর প্রবাসে স্বজনের মৃত্যুর খবর শুনে পরিবারে শোকের মাতম চলছে। বেলালের সদ্য বিধবা স্ত্রী তাহমিনা বেগম(২৫) বারবার অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ছেন। অবুঝ দুই সন্তান আয়েশা (৫) ও আব্দুল্লাহ (৩) বাবা হারানোর ব্যথা এখনো বুঝতে পারে নি। নিহতের বাবা আব্দুর রহমান (৭২) ও ছোটভাই হেলাল উদ্দিন জানান,রবিবার (১৩ আগষ্ট ) রাতে ওমান থেকে আরেকজন প্রবাসী তাদের নিকটাত্মীয় রিয়াজ মিয়া তাদেরকে ওমানে সড়ক দুর্ঘটনায় বেলাল হোসেনের মৃত্যুর খবর দেন।কয়েকদিন ধরে অসুস্থ বেলাল হোসেন স্থানীয় একটি ফার্মেসী থেকে ঔষধ আনতে যাওয়ার পথে আকস্মিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। পুলিশ তার লাশ উদ্ধার করে সেখানকার একটি হাসপাতালের মর্গে রাখে। হতদরিদ্র পরিবারে স্বচ্ছলতা ফিরিয়ে আনার আশায় মাত্র নয় মাস আগে ওমান পাড়ি জমিয়েছিলেন বেলাল।এর আগে তিনি একটি মসজিদে ইমামতি করতেন।ক্ষোভ প্রকাশ করে বেলালের ছোট ভাই জানান, ভালো বেতনে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা নিয়ে পার্শ্ববর্তী কাঁঠালকান্দি গ্রামের জনৈক সাজিদ মিয়া বেলাল হোসেনকে ওমান পাঠিয়েছেন। সেখানে গিয়ে খুব কম মজুরীতে শ্রমিক হিসেবে কাজ করেছেন বেলাল।কিন্তু তার দুর্ঘটনার বিষয়ে সাজিদ মিয়ার সাথে তার স্বজনরা যোগাযোগ করলে তিনি কোন সদুত্তর দেননি। নিতান্তই অর্থাভাবে বেলালের লাশ দেশে ফিরিয়ে আনা নিয়ে সন্দিহান পরিবার। আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে বেলাল হোসেনের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়(বিএমইটি) র মৌলভীবাজার আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন জানান, নিহত প্রবাসীর স্বজনের আবেদনের প্রেক্ষিতে যথাসম্ভব সহযোগিতা করা যাবে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রইছ আল রেজওয়ান নিহত রেমিট্যান্স যোদ্ধা বেলালের হতদরিদ্র পরিবারকে মানবিক সহায়তার আশ্বাস দেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com