সংবাদ শিরোনাম
দূর্বৃত্তদের প্রাননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন একটি পরিবার টঙ্গীতে খুন হওয়া ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে তাদের মা-ই হত্যা করেছেন বলে স্বীকারোক্তি রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার আকরাম সরাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ড্রেজার জব্দ ব্রাহ্মণবাড়িয়ার দুই শিশুকে টঙ্গীতে নৃশংসভাবে হত্যা কমলগঞ্জে ট্রাক্টর উল্টে ইট চাপায় চা শ্রমিক নিহত; আহত-২ বাঞ্ছারামপুরে শারীরিক নির্যাতনের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন তারেক রহমান কাফনের কাপড় পড়ে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু কসবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু
সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২

সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-১ ও আহত-২২

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খাস জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কামাল উদ্দিন-(৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরো অন্তত ২২ জন আহত হয়েছেন।
শনিবার (১৩ এপ্রিল) সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। নিহত কামাল উদ্দিন একই গ্রামের শাহাদাত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের পাশের তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউনিয়ন পরিষদের মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে উঠেপড়ে লাগেন একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাঃ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন, দুলালসহ কয়েকজন।
এসব ঘটনায় শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে।
এ ব্যাপারে সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান এ প্রতিবেদককে জানান , সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণে আনেন। পরবর্তী সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com