স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সাহিত্য একাডেমি আয়োজিত ৭ দিনব্যাপী বৈশাখী উৎসবের দ্বিতীয় দিন উদযাপিত হয়েছে।
২ বৈশাখ (১৫ এপ্রিল, ২০২৪ খ্র.) সোমবার, বিকাল ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে সূচনাপর্বেরর কার্যতালিকানুযায়ী সাহিত্য একাডেমি প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক হরলাল রায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতায় গভ. মডেল গার্লস হাই স্কুলকে হারিয়ে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী এবং বিজেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিতর্ক প্রতিযোগিতার পরই কবি কণ্ঠে কবিতা ও আবৃত্তি পাঠে অংশ নেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, আব্দুর রহিম, মোসলেম উদ্দিন সাগর, কবি শাহজাদা জালাল ও আমির হোসেন।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা কবি মো. আ. কুদদূসের সভাপতিত্বে নাশিদ সাবা নূর তাসনীমের সঞ্চালনায় “নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব” অনুষ্ঠিত হয়। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসবে কবি জয়দুল হোসেন রচিত “মায়ের বুকের দুধের নহর” গ্রন্থের ওপর আলোচনা করেন কবি মানিকরতন শর্মা, কবি মো. আ. কুদদূস রচিত “অংকুর” গ্রন্থের ওপর আলোচনা করেন কবি শাহ মোহাম্মদ সানাউল হক, অর্ধেন্দু শর্মা রচিত “অর্ধেন্দু উবাচ” কাব্যগ্রন্থের ওপর আলোচনা করেন কবি শাদমান শাহিদ, পরিমল ভৌমিক রচিত রম্যগল্প “থ্যাংক হিয়ো” গ্রন্থের ওপর আলোচনা করেন সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাহিত্য একাডেমির পরিচালক মণ্ডলীর সদস্য ফারুক আহমেদ ভূইয়া ও শুভেচ্ছা বক্তব্য দেন জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নীহাররঞ্জন সরকার। নির্বাচিত গ্রন্থের প্রকাশনা উৎসব ও আলোচনা শেষে দ্বিতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply