বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
ঢাকা-চট্রগ্রাম ও চট্রগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও আন্তঃনগর তূর্ণা নিশীথা এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আহতের মাঝে খাবার বিতরণ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “আলোকিত ব্রাহ্মণবাড়িয়া “।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে সংগঠনের সদস্যরা এ খাবার বিতরণ করেন। পরে তারা বিকেলেও আহতের জন্য খাবার নিয়ে হাসপাতালে যান।
আলোকিত ব্রাহ্মণবাড়িয়ার নারী সেক্রেটারি ও সংগঠনটির ফেসবুক পেইজের এডমিন রুমী স্মাইলি জানান, কসবায় ট্রেন দুর্ঘটনায় আহত সকল রোগীদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সকালে ও বিকেলে খাবার বিতরণ করা হয়েছে। তিনি আহতদের চিকিৎসা সেবা, খাবার সহ যে সকল সহযোগীতা প্রয়োজন যার যার সাধ্যমতো সহযোগীতার হাত নিয়ে এগিয়ে আসতে ব্রাহ্মণবাড়িয়াবাসীর নিকট আহবান জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
হে আল্লাহ তুমি সকল আহত ব্যক্তিদেরকে ট্রেন দুর্ঘটনায় যারা নিখোঁজ আছেন আহত অবস্থায় আছেন সবাইকে তুমি হেফাজত করো এবং যারা মারা গেছেন তাদেরকে তুমি বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করো আমীন
আমি আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সদস্য কে ধন্যবাদ জানাই