স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠন গুলোর পক্ষে কোন ধর্মঘট না ডাকলেও জেলা শহর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে না। এতে দূরদূরান্তের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা দূর্ভোগ ও ভোগান্তির শিকার হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) সকালে ঢাকার উদ্দেশ্যে কয়েকটি বাস ছেড়ে যাওয়ার পর কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় পরিবহন মালিক শ্রমিকদের বাঁধার কারণে বাসগুলো সেখানে আটকা পড়লে যাত্রীরা কোন উপায় না পেয়ে বাস থেকে নেমে যায়।
একটি সূত্র জানায়, সকালে জেলা শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিন্তু বাসগুলো ভৈরব বাসস্ট্যান্ডে গিয়ে শ্রমিকদের বাঁধার মুখে পড়ে। এরপর বাধ্য হয়ে যাত্রীদের সেখানে নামিয়ে দিয়ে ফিরে আসে বাসগুলো। কিছু বাসের টিকিট বিক্রি করার পর যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেয়া হয়েছে। এর ফলে শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল ও সরাইল-বিশ্বরোড বাসস্ট্যান্ড থেকেও বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এতে করে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকেই বিকল্প হিসেবে ট্রেনে করে গন্তব্যে পৌঁছার চেষ্টা করছেন।
ভোগান্তির শিকার জিনুক কিবড়িয়া নামে এক যাত্রী জানান, সকালে ঢাকার উদ্দেশ্যে জেলা শহরের পৈরতলা থেকে বাসে উঠি। পরে বাসটি ভৈরব বাসস্ট্যাশন এলাকায় পৌঁছলে পরিবহন শ্রমিকরা বাসটিকে আটকে দিলে আমরা বাস থেকে নেমে বাসায় চলে আসতে হয়।
এ ব্যাপারে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ জানান, সারাদেশেই বিক্ষিপ্তভাবে ধর্মঘট চলছে। তবে আমাদের জেলায় ধর্মঘট নেই। আমরা আপাতত ধর্মঘট ডাকিনি। ঢাকাগামী বাসগুলো ভৈরব যাওয়ার পর আর ঢুকতে পারছে না। পরিবহন শ্রমিকদের বাঁধার কারণে যাত্রী নামিয়ে বাসগুলো ফিরে আসছে।
উল্লেখ্য, নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply