সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচারণা গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।
রবিবার (১৯ মে) সকাল সাড়ে ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নাছিমা লুৎফর রহমান এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার (প্রার্থীর) স্বামী বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক লুৎফর রহমান মুকাই আলী। তিনি কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও লুৎফর রহমান ফাউন্ডেশনের সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, গত ১৫ মে বুধবার রাতে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজারে প্রচারণা শেষে কর্মীরা গাড়িবহর নিয়ে তার নিজ বাড়ি উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামে ফিরছিলেন। এ সময় হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়ার নির্দেশে তার ছেলে দর্পন রহমান ভূঁইয়ার নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে ৯টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ১০ জন কর্মী-সমর্থক আহত হন।
তিনি আরো বলেন, দর্পন রহমান ভূঁইয়া গাড়িবহরে থাকা আমাদের কর্মী মোঃ লিটন ও মুজিবকে গাড়ি থেকে টেনে-হেঁচরে বের করে পাশের ধানি জমিতে নিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে আশপাশের লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসী হামলার কবল থেকে তাদের উদ্ধার করেন। তিনি হরষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সারোয়ার রহমান ভুঁইয়া ও তার ছেলে দর্পন রহমান ভুইয়াসহ হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের নিকট দাবী জানান।
লুৎফর রহমান বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশ প্রথমে মামলা নিতে টালবাহানা করলেও পরবর্তীতে তারা মামলা নেয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাছিমা লুৎফর রহমান এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোসাহেদ ভুইয়া, আজিজুর রহমান আজিম, প্রেসক্লাবের সভাপতি সম্পাদক সহ জেলায় কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের কর্মীরা।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply