সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ শ্রেষ্ঠ শিক্ষিকা বাছাই পরীক্ষা গত ১০ ডিসেম্বর সকালে অনুষ্টিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাগণ অংশগ্রহন করেন। এর মধ্যে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হয়েছেন সরাইল উপজেলার শেখ নুরুন্নাহার লাকী। সে উপজেলা সদরের কুট্টপাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা। সে সরাইল সদরের কুট্টাপাড়া গ্রামের প্রয়াত নুরুউদ্দিন মাস্টারের মেয়ে। প্রয়াত নুরুউদ্দিন মাষ্টার ছিলেন দক্ষিণ কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। তাঁহার মাতা প্রয়াত খােদেজা বেগম ছিলেন চান্দিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষিকা। সে এস.এস.সি থেকে এমএ পর্যন্ত ১ম বিভাগ, বিএড ও সি,ইন,এড পরীক্ষায় ১ম বিভাগ পেয়েছেন। তাঁর পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এলাকাবাসি।শেখ নুরুন্নাহার লাকী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা নির্বাচিত হওয়ায় সরাইল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিকরা। এছাড়া তাঁকে অভিনন্দন জানিয়েছেন কুট্টাপাড়া( দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, সাবেক শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply