জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার, সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার, বিজয়নগর থানার ওসি মো: আতিকুর রহমান।
পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগ এর পক্ষে সভাপতি মো: জহিরুল ইসলাম ভুইঞা ও সাধারন সম্পাদক এডভোকেট তানভীর ভুইয়া, প্রেসক্লাব সভাপতি মৃনাল চোধুরী লিটন সহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দিবসটি উপলক্ষ্যে সকালে একটি র্যালী বের হয়ে উপজেলা পরিষদে এসে শেষ হয় এবং শহীদদের স্বরনে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগীতা, কবিতা আব্রিতির পুরস্কার বিতরন ও দোয়া অনুস্টিত হয়।এতে উপজেলা নির্বহী অফিসার মেহের নিগারের সভাপতিত্ব ও শিক্ষা কর্মকর্তা আল মামুন এর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন,ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, উপজেলা প্রকো: জামাল উদ্দিন, শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ন হালদার,আফরোজা আফরিন, নিরুপা ভৌমিক প্রমুখ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply