স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
লাখো মানুষের অংশগ্রহণে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামি চিন্তাবিদ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বেড়তলা জামিয়া রহমানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা যোবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০ টায় বেড়তলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক করোনা ভাইরাস কুভিড-১৯ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলাজুড়ে লকডাউন থাকলেও তা ভেঙে দেশের বিভিন্ন স্থান থেকে মাদ্রাসা শিক্ষার্থী আলেম ওলামাসহ ভক্ত শুভাকাঙ্ক্ষীরা নামাজে জানাজায় উপস্থিত হন। এসময় লোকে লোকারন্য হয়ে উঠে বেড়তলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ সহ পূর্বদিকে সরাইল বিশ্বরোড ও পশ্চিমে আশুগঞ্জ উপজেলা সদরের সন্নিকটে পৌঁছে যায় জানাজায় অংশ নেওয়া মানুষের লাইন। এছাড়াও ঢাকা-সিলেট মহাসড়কের দুপাশের খালি জায়গা ও আশপাশের বিল্ডিংয়ের ছাঁদ।
মানুষের এমন উপস্থিতিতে নীরব দর্শকের ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের। যা কোন পূর্বপরিকল্পনা ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব না।
উল্লেখ্য, শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আছর ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মার্কাজপাড়া নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply