ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা শাখার আয়োজনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
আমরা মুক্তিযাদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট এনামুল হক কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর আবু হুরায়রা, বীর মুক্তিযােদ্ধা ওয়াসেল সিদ্দিক, বিটিবির জেলা প্রতিনিধি মোঃ আরজু, বীর মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সদস্য আবুল কালাম আজাদ, আঃ হান্নান বাবুল, রাজন আহমেদ পিয়াস, মহিউদ্দিন শামীম,শামিম আহমেদ, মীর হেলাল, সালাউদ্দিন প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply