স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে জেলা পর্যায়ে অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসনের আয়োজনে পর্যটন সম্পর্কে এ অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনলাইন কর্মশালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: মাহবুব আলী এমপি প্রধান অতিথি হিসেবে জুম অ্যাপে যুক্ত ছিলেন।
কর্মশালায় জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন এর সভাপতিত্বে জুম অ্যাপে যুক্ত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
অপরদিকে, “পর্যটন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, উন্নয়ন পরিকল্পনায় পর্যটন সম্পৃক্তকরণ এবং বাংলাদেশ পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নে সহায়তাকরণ” শীর্ষক কর্মশালায় জুম অ্যাপ এর মাধ্যমে অংশগ্রহণ করেন জেলার বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী সহ বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, এসিল্যান্ডবৃন্দ ও জেলার গণমাধ্যম কর্মীগণ সহ আরো অংশগ্রহণ করেন অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply