সরাইল(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা মৎস্য অদিপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।
আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গলানিয়া হাওরে রুই, কাতলা, মৃগেল ইত্যাদি মাছের পোনা অবমুক্তকরণের মধ্যদিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলাকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তারসহ, বিভিন্ন পেশার লোকজন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলাকে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএসএম মোসা বলেন, জেলেরা যেন বড় মাছ আহরণ করতে পারে সে উদ্দেশ্য বাস্তবায়ন করতে সরকার জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ করছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মায়মুনা জাহান জানায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার হাওর এলাকায় ৩১৩ কেজি দেশীয় মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আওতায় রুই, কাতলা, মৃগেল ইত্যাদি পোনা মাছ অবমুক্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply